লক্ষ্মীছড়িতে ধর্ষণকারীর শাস্তির দাবিতে মিছিল

স্টাফ রিপোর্টার: অতিসম্প্রতি লক্ষ্মীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে ধর্ষণকারীর শাস্তির দাবিবে বিক্ষোভ মিছিল হয়েছে।
১২ মে শুক্রবার দুপুরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে স্থানীয় নারী-পুরুষ এই বিক্ষোভ মিছিল করে। মিছিলটি হাসপাতাল, বেলতলী পাড়া ও উপজেলা সদর অতিক্রম করে থানার সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। বক্তারা অভিযোগ করেন তাঁর পরীক্ষা চলমান অবস্থায় জোর করে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে।
সমাবেশ থেকে ধর্ষণকারি সুজন চাকমা(দূর্জয়)কে গ্রফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মিনহাজ মাহমুদ ভ’ইয়া বলেন, এমন একটি ঘটনা শুনেছি। কিন্তু কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।