লক্ষ্মীছড়িতে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দেয়া হয়েছে।

৯ মে বৃহস্পতিবার লক্ষীছড়ি কলেজৈর পক্ষ হতে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি কলেজের অধ্যক্ষ মো: আলী মর্তুজা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জান্নাতুল ফেরদৌস, পিএসসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান দিপান্তর চাকমা রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা বক্তব্য রাখেন।

এছাড়া কলেজ কমটিরি সদস্য সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, কলেজের প্রভাষক ডথুই প্রু বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক রুবেল পাল। কলেজের পক্ষ হতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post