লক্ষ্মীছড়িতে পেয়াঁজের মূল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বাজারে পেয়াঁজের মূল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদ ইকবাল লক্ষ্মীছড়ি বাজারের বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯এর আওতায় এ অভিযান পরিচালনা করেন। ৫নভেম্বর মঙ্গলবার পরিচালনা করা এ অভিযানে বিভিন্ন দোকান মালিককে ৩হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট জাহিদ ইকবাল জনান, বিশেষ করে পেয়াঁজের উর্দ্ধদর নিয়ন্ত্রণ রাখতেই অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাথমিকভাবে অনেক ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। বাজার মূল্য তালিকা না থাকার কারণেও জরিমানা করা হয়েছে। এ অভিযান থেকে সাবধান না হলে পরবর্তিতে আরো কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে বলে জানান তিনি।