লক্ষ্মীছড়িতে প্রথম করোনা পজিটিভ শনাক্ত
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় প্রথম করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে এক পুলিশ সদস্য এবং অপরজন লক্ষ্মীছড়ি বাজারের তেল ব্যবসায়ী। লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজি সাইফুল আলম এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৪ জুন ক´বাজার উখিয়া ফেরত লক্ষ্মীছড়ি থানার ৪জন পুলিশ সদস্য এবং ৩জন সাধারণ রোগীর পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। ২১জুন রবিবার এক সপ্তাহ পর তাদের রিপোর্ট আসলে ২জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৪৫জনের পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছিল। এই প্রথম লক্ষ্মীছড়িতে করোনা রোগী শনাক্ত হলো। জানা যায়, লক্ষ্মীছড়ি বাজারের তেল ব্যবসাীয় মো: লিটন নমুনা পরীক্ষা করায় করোনা পজিটিভ শনাক্ত হলো।
লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ূন কবির জানান, করোনায় আক্রান্ত হওয়া পুলিশ সদস্য সম্পূর্ণ সুস্থ্য আছে। করোনার কোনো উপসর্গ নেই। সে আইসোলেশনে ভর্তি আছে। এদিকে লিটনের বাড়ি লকডাউন করা হয়েছে।