লক্ষ্মীছড়িতে বঙ্গবন্ধু’র জন্ম দিন উপলক্ষে র্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
১৭ মার্চ রবিবার সকালে এ র্যালি বের করা হয়। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: মেজবাহুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা উচিত ময় চাকমা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল ওহাব খন্দকার, আব্দুর রশিদ মোল্লাহসহ সরকারি অফিসার, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ র্যালিতে অংশ নেন।
এর আগে উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।