• November 22, 2024

লক্ষ্মীছড়িতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭ ফাইনাল

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে। ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার টুর্নামেন্ট’র উপজেলা পরিষদ মাঠে লক্ষ্মীছড়ি ইউনিয়ন বনাম দুল্যাতলী ইউনিয়ন প্রতিদ্বন্ধিতা করে।

ফাইনাল খেলার বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল সভাপতির বক্তব্য রাখেন। এসময় ভাইস চেয়ারম্যান বেবি রানী বসু, মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, উপজেলা কৃষি অফিসার মো: সফিকুল ইসলাম ভূইয়া উপস্থিত ছিলেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী উপস্থিত ছিলেন। লক্ষ্মীছড়ি ইউনিয়ন একাদশ ৬-০ গোলে দুল্যাতলী ইউনিয়ন একাদশকে হারায়। খেলা পরিচালনা করেন ডা. দেলোয়ার হোসেন। সহকারি রেফারী ছিলেন, আমজাদ হোসেন ও প্রমিত চাকমা।

এ খেলার মধ্য দিয়ে ১৮জন খেলোয়াড়কে বিচারকরা চুড়ান্ত মূল্যায়ন করে টীম গঠন করে জেলায় পাঠানো হবে বলে আয়োজকরা জানান। গত ১০ সেপ্টেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post