• December 27, 2024

লক্ষ্মীছড়িতে ভাতাভোগীদের নিয়ে সচেতনতামূলক অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেস্টনী কার্যক্রমের ভাতাসমূহ ডিজিটাল উপায়ে প্রদান বিষয়ক সচেতনতামূলক এক অবহিত করণ সভা অনুষ্টিত হয়েছে।

৩০ জানুয়ারি বুধবার উপজেলা কমিউনিটি সেন্টারে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, সমাজসেবা খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারি উপ-পরিচালক মো: সাইফুল ইসলাম চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা(ভা.প্রা.) আব্দুল মান্নান পাটোয়ারি উপস্থিত ছিলেন। সভায় ৩টি ইউনিয়নের প্রায় ৬শতাধিক ভাতাভোগী নারি-পুরুষেদের ডিজিটাল উপায়ে কার্যক্রম চালু করতে করনীয় বিষয় অবহিত করতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post