লক্ষ্মীছড়িতে মাছের পোনা অবমুক্ত
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মৎস্য বিভাগের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১৪ আগস্ট মঙ্গলবার দুপুরে লক্ষ্মীছড়ি বিভিন্ন জলাশয় ও পুকুরে উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমার উপস্থিত এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার আবুল খায়ের মো: মুখলেছুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো: সফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: আলী, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা মৎস্য অফিসার উচিৎ ময় চাকমা জানান, লক্ষ্মীছড়ি উপজেলা সর্বমোট ২’শ ৮৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে। তার মধ্যে মঙ্গলবার ১’শ ৪০ কেজি সদরের ৬টি পুকুর ও জলাশয়ে অবমুক্ত করা হয়।
দুল্যাতলী আর্মি ক্যম্প এলাকায়, মেম্বার পাড়া, উপজেলা সদর, সদর জামে মসজিদ, ময়ূরখীল ও জোন সদর এলাকাসহ বিভিন্ন এলাকায় পুকুরে এসব পোনা অবুমক্ত করা হয় বলে তিনি জানান।