• May 15, 2025

লক্ষ্মীছড়িতে এতিম শিশু ও শিক্ষক এবং উপজাতীয় পরিবারের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে মাদ্রাসার এতিম শিশু, শিক্ষক এবং উপজাতীয় পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

১৩মে বুধবার বিজয় কার্বারী পাড়ায় উপজাতীয় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মোঃ জাহাংগীর আলম, পিএসসি। পরে লক্ষ্মীছড়ি নূরানী মাদ্রাসা, ময়ূরখীল ও মগাইছড়ি মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। মোট ৩২জন শিক্ষার্থীর মাঝে এ ত্রাণ সহায়তা দেয়া হয়। এছাড়াও ১৪জন শিক্ষকের মাঝে ২হাজার টাকা হারে ২৮হাজার টাকা নগদ অর্থ সহায়দা প্রদান করেন জোন কমান্ডার।

বৈশ্বিক মহামারি করোনায় ক্ষতিগ্রস্থ্য ঘরবন্দী মানুষের মাঝে নিয়মিত খাদ্য সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত আছে। জানা যায়, পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, এক কেজি চিনি, এক লিটার তেল ও একটা সাবান’সহ নগদ অর্থ প্রদান করা হয়। এসময় মেজর মোঃ রেজাউর রাব্বি, জি এবং ক্যাপ্টেন আব্দুল্লাহ আর রিফাহ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post