• November 21, 2024

লক্ষ্মীছড়িতে লিন প্রকল্পের বার্ষিক বাস্তবায়িত কার্যক্রম কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় লিডারশিপ টু এনসিওর এড্ইকুয়েট নিউট্রিশন (লিন) প্রকল্পের আওতায় বার্ষিক বাস্তবায়িত কার্যক্রম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার দিন ব্যাপি লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইয়াছিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিন প্রকল্পের লক্ষ্মীছড়ি উপজেলা সমন্বয়ক প্রজ্ঞাশু চাকমা। অনুষ্ঠানে উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির সদস্যসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় বিগত দিনের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরা হয়। এসময় আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, উপজেলা কৃষি কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার সাওেয়ার ইউসফি জামাল, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, ত্রিলন চাকমা ও হরিমোহন চাকমাসহ অন্যান্যরা।

বক্তারা লিন প্রকেল্পর কার্যক্রম তৃণমূল পর্যায় সুষ্ঠু ও সুন্দরভাবে জনকল্যাণে বাস্তবায়নের জন্য মতামত তুলে ধরা হয়। কাগজে-কলমে এবং শুধুমাত্র আনুষ্ঠানিকতায় না থেকে প্রকৃতপক্ষে জনসাধারণ যেনো উপকার পায় সেই কাজটি করতে হবে বলে পরামর্শ দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post