লক্ষ্মীছড়িতে লিন প্রকল্পের উদ্যোগে গোল টেবিল বৈঠক
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় লিন প্রকল্পের উদ্যোগে পুষ্টি বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার লক্ষ্মীছড়ি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা অফিসার ডা. কাজী সাইফুল আলম, লক্ষ্মীছড়ি কলেজের অধ্যক্ষ মর্তুজা আলী চৌধুরী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিনিয়া চাকমা ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা প্রমুখ। লিন প্রকেল্পর উপজেলা সন্বয়ক প্রজ্ঞাশুভ চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেন।
সভায় লিন প্রকল্পের কার্যক্রম তুলে ধরার পাশাপাািশ জেলা ও উপজেলা কমিটি গঠন প্রক্রিয়া এবং করনীয় বিষয়ে পুষ্টি সর্ম্পকে নানা কার্যক্রম তুলে ধরা হয়। সভায় উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।