লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িত স্থিতিশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রম পালন করে আসছে।
রোববার সকালে লক্ষ্মীছড়ি জোনের বাইন্যাছোলা আর্মি ক্যাম্পে স্থানীয় দুইটি পরিবারকে সেলাই মেশিন, দুইটি পরিবারকে সোলার প্যানেল, দুইজনকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান, তিনটি স্কুলের উন্নয়নমূলক কাজের জন্য আর্থিক সহায়তা এবং দশটি কৃষক পরিবারকে চাষাবাদের জন্য কৃষি বীজ, সার এবং মাছের পোনা প্রদান করেন লক্ষ্মীছড়ি জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের।
এসময় তিনি বলেন,পাহাড়ে শান্তি ও মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের মানবিক ও জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় লক্ষ্মীছড়ি জোনের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।