লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ চলছে
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ চলছে। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি যান সেনা সদস্যরা।
২৭ এপ্রিল সোমবার লক্ষ্মীছড়ি গুচ্ছ গ্রাম, ময়ূরখীল ও জুর্গাছড়ি এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো: রেজাউর রাব্বী, জি বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির, ওয়ারেন্ট অফিসার মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
এর আগেও সেনাবাহিনীর পক্ষ হতে লক্ষ্মীছড়ির বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।