• November 22, 2024

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত

স্টাফ রিপোর্টার: করোনা সংকটময় পরিস্থিতিতে পাহাড়ের দুস্থ মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী লক্ষ্মীছড়ি জোন।

২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে সকালে গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের দুর্গম জুর্গাছড়ি, পশ্চিম জুর্গাছড়ি ও ময়ুরখিল এলাকায় হত-দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, লবণ, তেল, সুজি ও সাবান’সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহাংগীর আলম, পিএসসি ।

এসময় তিনি বলেন, করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে খাদ্য সহায়তা দিয়ে সাধারণ মানুষের পাশে আছে। এ ধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

ত্রাণ সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে জোনের ক্যাপ্টেন মোঃ সুহাদ শেমবিল, ক্যাপ্টেন আব্দুল্লাহ আর রিফাহ’সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post