লক্ষ্মীছড়িতে ২দিন ব্যাপি নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় লিডারশিপ টু এনসিওর এড্ইকুয়েট নিউট্রিশন (লিন) প্রকল্পের আওতায় ২দিন ব্যাপি নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং (পুষ্টি সংবেদনশীল) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৪-২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন। লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। লিন প্রকল্পের লক্ষ্মীছড়ি উপজেলা সমন্বয়ক প্রজ্ঞাশুভ চাকমার সঞ্চালণায় প্রশিক্ষক ছিলেন,খাগড়াছড়ি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নুরুল আফসার, মাটিরাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি চাকমা।
২৫ নভেম্বর সমাপনী দিনে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, উপজেলা শিক্ষা অফিসার শুভাষীশ বড়ুয়া, লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার চাকমা।