লক্ষ্মীছড়ির দুর্গম খীরাম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা
লক্ষ্মীছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় দুর্গম খিরাম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান করেছে বলে জানা গেছে। ১৩ মার্চ মঙ্গলবার জোন সদর থেকে প্রায় ২০ কি: মি: দুরে চিকিৎসা সেবার বিভিন্ন সরঞ্জামাদি, ওষধ ও সহযোগীদের সাথে নিয়ে সেনাবাহিনীর ডাক্তার এ চিকিৎসা সেবা দেন।
চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ওষধ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ভিটামিন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়। লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর আর এম ও ডাঃ ক্যাপ্টেন মোঃ শাহেদ জামান সাংবাদিকদের জানান, দিন ব্যাপি এ চিকিৎসা কেন্দ্রে প্রায় ৬৫০ জন রোগীর বিনামূল্যে চিকিৎসা,ওষধ প্রদান করা হয়। চোখের রোগী ছাড়াও বিভিন্ন প্রকার রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয় বলে তিনি জানান।