লক্ষ্মীছড়ির বর্মাছড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সুইশালা বিজয়ী
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৪র্থ ধাপে অনুষ্ঠিত বর্মাছড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সুইশালা চৌধুরী ১হাজার ২৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি অপর স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান প্রতুল কান্তি চাকমা পেয়েছেন ১হাজার ২১৬ ভোট। ৪১ ভোটের ব্যবধানে বর্তমান লেলাং মৌজা হেডম্যান সুইশালা মারমা বিজয়ী হয়েছেন।
প্রিসাইডিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার কিরণ বিকাশ চাকমা সোমবার বিকেল ৫টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।
বর্মাছড়ি ইউনিয়নে ৫হাজার ১৪৭জন ভোটার রয়েছে। ভোট কাষ্টিং হয়েছে ৪হাজার ১৪৮ ভোট, বাতিল ভোট ১৩৪। শতকরা ৮৩.১৯ ভাগ ভোট পরেছে।