লক্ষ্মীছড়ির বাইন্যাছোলায় সেনাবাহিনী উদ্যোগে চিকিৎসা সেবা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
১৬ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টা হতে বেলা দেড়টা পর্যন্ত এ চিকিৎসা সেবা চলে। বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ চিকিৎসা সেবা প্রদান করেন সেনাবাহিনীর ডা. আরএমও ক্যাপ্টেন মোস্তফা তারেক আজিজ। পাহাড়ি-বাঙ্গালী মিলে প্রায় দেড়’শ রোগী চিকিৎসা নেন বলে জানা গেছে।
চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি বিনামূল্যে ওষধ বিতরণ করা হয়। এ সময় বাইন্যাছোলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন অভিজিৎ বড়ুয়া শুভ উপস্থিত ছিলেন।