লক্ষ্মীছড়ির সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রবিল চাকমা দ্বিতীয় বারের মত নির্বাচিত
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৪র্থ ধাপে অনুষ্ঠিত লক্ষ্মীছড়ি সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ৩হাজার ৪০১ ভোট পেয়ে প্রবিল কুমার চাকমা বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী উষাজাই চৌধুরী পেয়েছেন ২হাজার ৭৩৩ ভোট। ৬৬৮ভোটের ব্যবধানে বর্তমান ইউপি চেয়ারম্যান বিজয়ী হয়েছেন।
প্রিসাইডিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কিরন বিকাশ চাকমা সোমবার সন্ধ্যার কিছু আগে এ ফলাফল ঘোষণা করেন।
লক্ষ্মীছড়ি ইউনিয়নে মোট ভোটার ৮হাজার ৮৭২ভোট। ভোট কাষ্টিং হয়েছে ৬হাজার ৮৮৫ ভোট, বাতিল ভোট ২২২। শতকরা ৮০.১১ ভাগ ভোট পরেছে।