লক্ষ্মীছড়ির হাজাছড়ি স্কুলে মাতৃভাষা দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার: অমর একুশে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে সদ্য চালু করা লক্ষ্মীছড়ির হাজাছড়ি পাবলিক স্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
বুধবার আয়োজিত অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মো: মিজানুর রহমান মিজান, পিএসসি,জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। এছাড়া বক্তব্য রাখেন থানার অফিসার্স ইনচার্জ আব্দুল জব্বার, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা।
উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের অধ্যক্ষ অনিময় চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মো: গোলাম মোস্তফা। পরে প্রধান অতিথি শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।