• December 4, 2024

লক্ষ্মীছড়ির ৩ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

 লক্ষ্মীছড়ির ৩ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৪র্থ ধাপে অনুষ্ঠিত লক্ষ্মীছড়ি উপজেলায় সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ৩হাজার ৪০১ ভোট পেয়ে প্রবিল কুমার চাকমা বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী উষাজাই চৌধুরী পেয়েছেন ২হাজার ৭৩৩ ভোট। ৬৬৮ভোটের ব্যবধানে বর্তমান ইউপি চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে প্রিসাইডিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কিরন বিকাশ চাকমা এ ফলাফল ঘোষণা করেন। লক্ষ্মীছড়ি ইউনিয়নে মোট ভোটার ৮হাজার ৮৭২ভোট। ভোট কাষ্টিং হয়েছে ৬হাজার ৮৮৫ ভোট, বাতিল ভোট ২২২। শতকরা ৮০.১১ ভাগ ভোট পরেছে।

এদিকে দুল্যাতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে ২হাজার ৪২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি সরকার দলীয় নৌকা প্রতীকে উচাই প্রু মারমা পেয়েছেন ২হাজার ৩০৬ ভোট। ১২১ ভোটের ব্যবধানে বর্তমান ইউপি চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। সোমবার সকালে প্রিসাইডিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া এ ফলাফল ঘোষণা করেন। মোট ভোটার ৫হাজার ৮০৫ ভোট। ভোট কাষ্টিং হয়েছে ৪হাজার ৭৩৩ ভোট, বাতিল ভোট ১৪৬। শতকরা ৮৪.০৫ ভাগ ভোট পরেছে।

অপরদিকে বর্মাছড়ি ইউনিয়েনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সুইশালা চৌধুরী ১হাজার ২৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি অপর স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান প্রতুল কান্তি চাকমা পেয়েছেন ১হাজার ২১৬ ভোট। ৪১ ভোটের ব্যবধানে বর্তমান লেলাং মৌজা হেডম্যান সুইশালা মারমা বিজয়ী হয়েছেন। বর্মাছড়ি ইউনিয়নে ৫হাজার ১৪৭জন ভোটার রয়েছে। ভোট কাষ্টিং হয়েছে ৪হাজার ১৪৮ ভোট, বাতিল ভোট ১৩৪। শতকরা ৮৩.১৯ ভাগ ভোট পরেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post