• May 19, 2024

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা প্রতীক পেয়েই প্রচারণায় নেমে পড়েছে। ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল ১১টার দিকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। যে সকল প্রার্থীরা একই প্রতীক দু’জনে দাবি করলে লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, দলীয় প্রতীকে নির্বাচন করায় আওয়াীলীগের একক প্রার্থী বাবুল চৌধুরী নৌকা প্রতীক নিয়ে লড়াই করবেন। স্বতন্ত্র প্রার্থী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্য প্রু মারমা প্রতীক পেয়েছেন (মোটর সাইকেল), সাবেক লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান রাজেন্দ্র চাকমা(আনারস), সাবেক বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান স্বপন চাকমা (দোয়াত কলম) ও সাবেক বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান নিলবর্ণ চাকমা(ঘোড়া) প্রতীক পেয়েছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: নুরে আলম(টিউবওয়েল), দিপান্তর চাকমা রাজু(তালা), উল্লাচি মারমা(চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমনা চাকমা(তীরধুনক), মেরিনা চাকমা(ফুটবল), মিনুচিং মারমা(পদ্ধফুল) ও রতœা চাকমা (কলস) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্ধিতা করবেন।

এদিকে প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমে পরেছেন। স্বতন্ত্র প্রার্থী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্য প্রু মারমা মোটর সাইকেল প্রতীকের মাইক নিয়ে প্রচারণায় নামেন। উপজেলা সদর, মাষ্টার পাড়া, ময়ূরখীল, যতিন্দ্র কার্বারী পাড়া এলাকা সহ বিভিন্ন স্থানে সিএনজি যোগে প্রথম প্রচারণায় নামেন। এর পর সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী বাবুল চৌধুরী ভোটারদের আকৃষ্ট করতে সংগীতের মাধ্যমে প্রচারণায় নামেন এবং মাইকিং করে প্রচারণায় নামে। তবে আর কোনো প্রার্র্থীর প্রচারণা চোখে না পরলেও প্রার্থীদের প্রস্তুতি দেখে মনে হচ্ছে ২/১দিনের মধ্যেই পোষ্টার লিফলেটে ছেয়ে যাবে পুরো উপজেলা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post