স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় লক্ষ্মীছড়ি কলেজের ১ম বর্ষেও শ্রেণী কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১ জুলাই রবিবার সকাল ১১ ঘটিকায় লক্ষ্মীছড়ি কলেজ প্রাঙ্গনে উদ্বোধনী ক্লাশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কলেজ কমিটির সভাপতি টাতু চাকমা, লক্ষ্মীছড়ি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী মর্তুজা চৌধুরী, লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরিমোহন চাকমা।
উল্লেখ্য ২০০২সনে ১০ মার্চ তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মো: রোকন উদ-দৌলা স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগীতায় লক্ষ্মীছড়ি কলেজ প্রতিষ্ঠা করেন। ২০১৮ সনের চলতি বছর অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় লক্ষ্মীছড়ি কলেজ থেকে ৭০জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। বর্তমানে ২য় বর্ষে পড়ুয়া শিক্ষার্থী ১১০জন এবং ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ, শিক্ষক নিয়োগ ও পাঠাগার স্থাপনসহ সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।