তনয় চক্রবর্তী, লক্ষ্মীছড়ি: শ্রী শ্রী ব্রহ্মময়ী লক্ষ্মীছড়ি কালী মন্দিরে হিন্দু সম্প্রাদায়ের ধর্মীয় উৎসব বিদ্যার দেবী মা সরস্বতীর পূজাপালন করা হয়েছে। ৩০ জহানুয়ারি বৃহস্পতিবার সকালে বাণী অর্চনা ও পুষ্পাঞ্জলি দেওয়ার মাধ্যমে পূজা আরম্ভ করা হয়।
বিদ্যার দেবী মা সরস্বতী সকলকে সু জ্ঞান দান করেন এই বিশ্বাসে সনাতন ধর্মালম্বীরা আজকের এই দিনে বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা পালন করে থাকেন। লক্ষ্মীছড়ি কালী মন্দিরের পুরোহিত খোকন চক্রবর্তী পূজার আনুষ্ঠানিকতা করেন।