লক্ষ্মীছড়ি জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোন সদরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৯ ফেব্রুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপত্বি করেন নবাগত লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মো. জান্নাতুল ফেরদৌস। সভায় নবাগত জোন কমান্ডার বলেন, সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কিছুই সহ্য করা হবে না।
বিদাীয় জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান’র দায়িত ¡পালকালীন সময়ের কথা উল্লেখ করে বলেন, লক্ষ্মীছড়ি উপজেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার মত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, বাহিরে কোনো ঘটনা যাতে আমাদের এলাকার শান্তিকে নস্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করলে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। শিক্ষা, চিকিৎসাসহ এলাকার সার্বিক উন্নয়নে আগের মতই লক্ষ্মীছড়ি জোন আপনাদেও পাশে থাকবে বলে নবাগত জোন কমান্ডার লে: কর্ণেল মো. জান্নাতুল ফেরদৌস সকলেকে আস্বস্থ্য করেন।
সভায় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অংগ্যপ্রু মারমা, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুর জব্বার বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাবুল চৌধুরী, আব্দুল মাজেদ গাজি, নিছাই প্রু মারমা, প্রভাত ত্রিপুরা ও মোটরসাইকলে সমিতির সভাপতি মো: ছগির বক্তব্য রাখেন।
এ সময় লক্ষ্মীছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মাহাবুবুর রহমান, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রায়শাদ রেজা রাতুল, লক্ষ্মীছড়ি সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা সহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।