• November 21, 2024

লক্ষ্মীছড়ি জোনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও প্রীতিভোজ

স্টাফ রিপোর্ট: লক্ষ্মীছড়ি জোন সদরে সশস্ত্র বাহিনী দিবস ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানাসহ প্রীতিভোজের আয়োজন করা হয়।

২১ নভেম্বর বুধবার দুপুরে লক্ষ্মীছড়ি জোনের চিত্তবিনোদন কক্ষে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে লক্ষ্মীছড়ির ১৪জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে সস্মানন পুরস্কার তুলে দেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান মিজান। এ সময় জোন কমান্ডার শুভেচ্ছা বক্তবে ৭১ এর শহীদদের স্মরণ করেন এবং দিবসটির তাৎপর্য ও মুক্তিযদ্ধকালীন সময়ে সেনাবাহিনীর অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, ভাইস চেয়ারম্যান বেবি রানী বসু, লক্ষ্মীছড়ি থানার ওসি(তদন্ত) শাহনুর।

এছাড়াও লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রায়শাদ রেজা রাতুল, ক্যাপ্টেন আতিকুর রহমান, লেফটেন্যান্ট অভিজিৎ বড়ুয়া, অনারি লেফটেন্যান্ট(এসএম) আসাদসহ লক্ষ্মীছড়ি জোনের বিভিন্ন স্তরের সেনা অফিসার ছাড়াও এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post