• November 21, 2024

লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

 লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার: পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত  লক্ষ্মীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ রোববার খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে একজনকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান, একটি মহিলা মাদ্রাসার জন্য আর্থিক অনুদান, একজনকে ঘর নির্মাণের জন্য আর্থিক অনুদান এবং উনিশটি কৃষক পরিবারকে চাষাবাদের জন্য কৃষি বীজ, সার, গাছের চারা এবং মাছের পোনা প্রদান করেন লক্ষ্মীছড়ি জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের, পিএসসি, জি।

এসময় জোন অধিনায়ক বলেন, পাহাড়ে শান্তি ও মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের মানবিক জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় লক্ষ্মীছড়ি জোনের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post