লক্ষ্মীছড়ি স্বাস্থ্য কমপ্লেক্মের উদ্যোগে পুষ্টি বিষয়ক সভা ও ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মের উদ্যোগে পুষ্টি বিষয়ক সভা ও ত্রাণ বিতরণ করা হয়েছে। ৬মে বুধবার উপজেলা হাসপাতালে পুষ্টি বিষয়ক সভা প্রধান অতিতির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যোন বাবুল চৌধূরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজি সাইফুল আলম।
এসময় মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাশেদ উপস্থিত ছিলেন। পরে ৮৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন অতিথিরা।
জানা যায়, চাল ১০ কেজি, ১কেজি ডাল, ১ কেজি তেল ও ১ কেজি লবন ত্রাণ সামগ্রী হিসেবে দেয়া হয়।