লামায় আন্তর্জাতিক নারী দিবস পালন
লামা (বান্দরবান) প্রতিনিধি: “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’কে প্রতিপাদ্য করে নানা অনুষ্ঠান মালার মধ্যেদিযে বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল ৮ মার্চ উপজেলা মহিলা বিষয়ক বিভাগ, বেসরকারী সংস্থা তাজিংডং ও কারিতাসের যৌথ উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় এই দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে কর্মসুচির মধ্যে ছিল, বর্ণাঢ্য র্যালি, মহিলা সমিতির উদ্যোগে স্টল প্রদর্শনী ও আলোচনা সভা।
এদিন সকালে র্যালি শেষে টাউন হলে আয়োজিত স্টল ও আলোচনা সভার উদ্বোধন করেন পৌর মেয়র জহিরুর ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার নুর-এ জান্নাত রুমী। অতপর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেলা পারভিনের স্বাগত বক্তব্যের মধ্যেদিয়ে শুরু হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার নুর-এ জান্নাত রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত দিবসের আলোচনা সভায পৌরমেয়র জহিরুল ইসলাম প্রধান অতিথি, পুলিশ পরিদর্শক আপ্পেলা রাজু নাহা, তাজিংডং কর্মকর্তা মাইকেল, কারিতাস কর্মকর্তা জুয়েল তালুকদার, এনজেড একতা মহিলা সমিতি, বড়নুনারবিল মহিলা সমিতি, মাতামুহুরী মহিলা সমিতি ও পহিলা বিষয়ক প্রশিক্ষক হাসিনা আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।