লামায় “উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের” সক্ষমতা প্রশিক্ষণ
লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায “উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের” সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দু’দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত নুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাইকার সমন্বয়ক ঝিনা চাকমা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য অফিসার রাশেদ পারভেজ ও প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (জিওবি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র অর্থায়নে পরিচালিত “উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প”র আওতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রত্যন্ত জনগোষ্ঠির গর্ভকালীন ও প্রসব পরবর্তী যত্ন, শিশুদের পুষ্টির প্রয়োজনীয়তা এবং অপুষ্টি রোধে করণীয়। উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেসিক কম্পিউটার পশিক্ষণ। কৃষিবিভাগের তামাকের বিকল্প হিসেবে ভুট্টাসহ শীতকালীন লাভজনক সব্জি উৎপাদন। পল্লী উন্নয়ন বোর্ডের সমন্বিত/ দলের সদস্যদের হস্থশিল্প বিষয়ে প্রশিক্ষণ। মাধ্যমিক শিক্ষাবিভাগের শিক্ষকদের পেশাগত মানোন্নয়নের অংশ হিসেবে গণিত ও ইংরেজী বিষয়ে সচেতনতাবৃদ্ধি। মহিলা বিষয়ক বিভাগের বাল্য বিবাহ ও যৌন হয়রানি (ইভটিজিং) প্রতিরোধে সচেতনতা ও সমবায় বিভাগের সমবায়ীদের জীবন মান উন্নয়নের জন্য পশুপালন এই ৮ টি বিভাগের মৌলিক বিষয়ে আইসিটি সক্ষমতা বৃদ্দিমূলক প্রশিক্ষণ দেয়া হবে।