লামায় চাঁদা আদায়কালে সন্ত্রাসী এক আটক
লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায়কালে বসশস্ত্র সন্ত্রাসী সুমন ত্রিপুরাকে (৩০) আটক করেছে সেনাবাহিনী। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি মেরাইত্তা নয়া মুরুং পাড়া এলাকায় থেকে তাকে আটক করা হয়। সুমন ত্রিপুরা নয়াপাড়ার বাসিন্দা জয়রাম ত্রিপুরার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীরা স্থানীয়দেরকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা ভোর ৫টার দিকে মেরাইত্তা নয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি দেশিয় তৈরিক বন্দুকসহ হাতেনাতে সুমন ত্রিপুরাকে আটক করে। পরে প্রাথমিক জিঙ্গাসাবাদ শেষে সুমন ত্রিপুরাকে থানায় সোপর্দ করে সেনাবাহিনী।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বন্দুকসহ সন্ত্রাসী সুমন ত্রিপুরাকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।