লামায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্যাপলিং কর্মসুচির সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসুচির মধ্যে ছিল, চিত্রাংকন প্রতিযোগিতা, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন।
রবিবার সকালে র্যালি শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জুয়েল মজুমদার প্রধান অতিথি ছিলেন। বক্তব্য রাখেন, আনসার ভিডিপি কর্মকর্তা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লীডার, যুবরেড ক্রিসেন্টের গোলাম আজম সৌরভ। সবশেষে বিভিন্ন শিক্ষা পতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।