লামায় ঝুলন্ত লাশ উদ্ধার
লামা (বান্দরবান) প্রতিনিধি: লামা উপজেলার শিল্পএলাকা আজিজনগর ইউনিয়নের দুর্গমে অবস্থিত বাছুরী পাড়া নিবাসী আমানত উল্লাহ্র ছেলে আবুল হোসেন মোক্তারের ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। গতকাল বুধবার নিহতের বাড়ি থেকে ২শত গজ দুরে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্দার করে ময়না তদন্তের জন্য সদরে পাঠানো হয়।
লামা থানার পলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল হক নিহতের পারিবারিক ও এরাকাবাসীর বরাত দিয়ে বলেন, উদ্ধারকৃত আবুল হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসে নি। অনেক খোঁজাখুজির পর পরেরদিন বুধবারে তাকে ফাঁশিতে ঝুলন্ত অবস্থায় দেখে আত্মীয়রা তানায় খবর দেন।