• December 21, 2024

লামায় ট্রাকের চাপায় ৩ টমটম যাত্রী নিহত, আহত ৫ জন

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার ফাশিয়াখালী ইউনিয়নের অভ্যান্তরিন ডুলাহাজারা-হারগাজা সড়কে কাঠ বোঝাই একটি মিনি ট্রাকের চাপায় ৩ জন টমটম যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, মোঃ ইব্রাহিম, রহিমা খাতুন ও মোঃ আবু তালেব। একই ঘটনায় গুরুতর আহত ৫ জন হলেন, আব্দুর হাকিম, আয়েশা বেগম, ছৈয়দুল হক, মোঃ আকাশ ও জন্নাত আরা। আহতদের মালুমঘাটা খৃষ্টান হাসপাতারে ভর্তি করা হয়েছে।

ফাঁশিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার জানান, বুধবার বিকালে হারগাজাপাড়ার লোকেরা টমটম যোগে ডুলাহাজারা বাজার থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন। এসময় বন থেকে কাঠবোঝাই মিনিট্রাক চানমার রাবার বাগান পয়েন্টে টমটমকে চাপা দেয়।

লামা থানার পুলিশ পরিদর্শক অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post