লামায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং
লামা (বান্দরবান) প্রতিনিধি: বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠিকে সম্পৃক্তকরণের লক্ষ্যে লামা তথ্য অফিস স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং করেছে। ৩০ মার্চ শনিবার সকালে তথ্য অফিসে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
তথ্য অফিসের বহিরাঙ্গণ কর্মসূচির আওতায় আজ রবিবার উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর বহুল প্রচারের লক্ষ্যে এই প্রেস ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে স্বাগত বক্তব্য রাখেন তথ্য অফিসার মোঃ রুহুল আমিন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেলা পারভিন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, রিপোর্টাসর্ ক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন প্রমুখ।