• April 18, 2025

লামায় ত্যাগ ও সেবা বিষয়ে আন্ত:ধর্মীয় সংলাপ

প্রিয়দর্শী বড়ুয়া, লামা প্রতিনিধি: বান্দরবানের লামায় ‘এসো প্রকৃতি ও অভাবী ভাইবোনদের যত্ন করি’কে প্রতিপাদ্য করে কারিতাস ত্যাগ ও সেবা অভিযান উপলক্ষে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে রবিবার পৌরসভার মধুঝিরিস্থ উপজেলা কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়। কারিতাস সিএমএফপি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে স্যাপলিং প্রকল্পের উপজেলা সমন্বয়ক ইয়াহিয়া আহমেদ স্বাগত বক্তব্য রাখেন।

ত্যাগ ও সেবা অভিযান উপলক্ষে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে ইসলাম ধর্মের আলোকে মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ আজিজুল হক, হিন্দু ধর্মের সমীর চক্রবর্তী, বৌদ্ধ ধর্মের কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উইন্দা মহাথের ও খৃষ্টান ধর্মের ওপর হেব্রোণ মিশনের জনা ত্রিপুরা প্রমূখ সংলাপে অংশ নেন। এতে অন্যদের মধ্যে নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, বিএডিসির উপ-সহকারী পরিচালক নয়ন খ্রীষ্টফা মার্মা প্রমুখ অতিথি ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post