• December 27, 2024

লামায় ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স উদ্বোধন

প্রিয়দর্শী বড়ুয়া, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় শিক্ষার্থীদের মধ্যে ইংরেজী বিষয়ে দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে সার্স মেথডের উদ্যোগে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স উদ্বোধন করা হয়েছে। শুক্রুবার দুপুরে ইয়াংছা জিনামেজু অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মাঝে এ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন হয়েছে। আশ্রমের পরিচালক উঃ নন্দমালা ভিক্ষুর সভাপতিত্বে কোর্সের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মংক্যালা মার্মা। কোর্স সম্বন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক বিভাগের ছাত্র অংচিং মার্মা, প্রশিক্ষক সাহাব উদ্দিন রিটু, ইয়াংছা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কফিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষা জীবন হতে শুরু করে চাকুরি, ব্যবসা সর্বক্ষেত্রে বর্তমানে ইংরেজি ভাষার ভুমিকা অপরিসীম। এর গুরুত্ব অনুধাবন করে পাঠ্যক্রম পরিবর্তন করে কমিউনিকেটিভ ইংরেজি সিলেবাস চালু করেছে সরকার। যার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, ইংরেজিভীতি কাটিয়ে ইংরেজি ভাষাকে আয়ত্বে আনা। এজন্য সরকার প্রতি বছর প্রশিক্ষন, সভা, সেমিনারের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয় করছেন। এরপরও কাঙ্কিত লক্ষে আমরা এখনও পৌছাতে পারিনি। আমাদের সন্তানেরা এখনও ইংরেজিতে কথা বলতে পারছেনা। এ মুহুর্তে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে তিন মাসের মধ্যে ইংরেজিতে কথা বলার দৃঢ প্রত্যয়ে অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে এ কোর্স শুরু করায় প্রশিক্ষক সাহাব উদ্দিন রিটুকে মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান বক্তরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post