• November 22, 2024

লামায় বিজিবি ক্যাম্প রাখা ও রাজার সনদ বাতিল দাবীতে মানববন্ধন

প্রিয়দর্শী বড়ুয়া, লামা (বানদরবান): বান্দরবানের লামায় ষড়যন্ত্র মূলক ত্রিপুরা কিশোরী ধর্ষণের নাটক সাজিয়ে বনফুর বিজিবি ক্যাম্প প্রত্যাহার চেষ্টার প্রতিবাদে এবং রাজার সনদ বাতিল ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবীতে মানববন্ধন করা হয়েছে। ‘বীর বাঙ্গালী ঐক্য গড়, পার্বত্য চট্টগ্রাম রক্ষা কর’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙ্গালী ছাত্র পরিষদের যৌথ ব্যানারে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মুখ সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, লামা তথা পুরো বান্দরবান জেলায় পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক খুন, চাঁদাবাজী, হামলা, অপহরণের মত ঘটনা বেড়ে চলেছে। এতদ্বঞ্চলকে জুম্ম ল্যান্ড করে মগের মুল্লুকে তৈরি করতে চায় পাহাড়ি সন্ত্রাসীরা। তারা আরও বলেন, একটি কুচক্রী মহল ত্রিপুরা কিশোরী ধর্ষণ নাটকের অন্তরালে ফাঁসিয়াখালী ইউনিয়নের বিজিবি ক্যাম্প প্রত্যাহারের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদ জানিয়ে সেনাবাহিনী, বিজিবি ক্যাম্প বৃদ্ধি করে জনগনের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান। এছাড়া প্রশাসনের কোন দপ্তর যদি জমি নামজারি, চকুরীসহ অন্য কোন ক্ষেত্রে যদি রাজার সনদ চায়, তাহলে তাৎক্ষণিকভাবে সে সংস্থার বিরুদ্ধে অবস্থান নেয়া হবে বলেও হুশিয়ারি করেন বক্তারা।

সাংবাদিক মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি আতিকুর রহমান আতিক, মানবাধিকার কর্মী মুহাম্মদ কামালুদ্দিন, বাঙ্গালী ছাত্র পরিষদের আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব ফরহাদ হোসেন জুয়েল, ডা. ওমর চৌধুরী, বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি মামুন রেজা প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post