লামায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়
লামা(বান্দরবান)প্রতিনিধি: বান্দরবানের লামায উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন হারে ১৪ হাজার ৫ শত টাকা ও ৭ চালকের কাছ থেকে ৪ হাজার ৫ শত টাকা মিলে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।
বৃহষ্পতিবার সকালে উপজেলা নির্বহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর-এ-জান্নাত রুমী লামা থানা পুলিশের সহায়তায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। লাইসেন্স বিহীন ও অনুমতি ছাড়া জ¦ালানী তৈল বিক্রয় ও মওজুদ, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল পণ্য মওজুদ ও বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারায় ৬ ব্যবসায়ীকে বিভিন্ন হারে ১৪ হাজা ৫ শত টাকা এবং ট্রাফিক আইন ভংগ করে যত্র-তত্র যানবাহন পার্কিয়ের দায়ে ৭ চালককে ৪ হাজার ৫ শত টাকা জরিমান আদায় করা হয় । এসময সমবেত ক্রেতা-বিক্রেতার উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেড নুর-এ-জান্নাত রুমী ভোক্তা অধিকার আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।