লেবু জাতীয় ফসলের চাষ বাড়াতে লক্ষ্মীছড়িতে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার: লেবু জাতীয় ফসলের ব্যবস্থাপনা উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় লক্ষ্মীছড়ি কৃষি সম্প্রসরাণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২০২১ অর্থ বছরের বাস্তবায়িত কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। গত বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কৃষি উপকরণ কিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন ও উপজেলা কৃষি অফিসার(ভাঃ) মোহাম্মদ সোহরাব হুসেন ভূইয়া উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
জানা যায়, ১২০টি বাগানের কৃষদের মাঝে একটি করে সিকেসার, বাডিং নাইপ, স্প্রে মেশিন বিতরণ করা হয়। এসময় পরিচর্চার জন্য নগদ টাকাও দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, লক্ষ্মীছড়ি উপজেলা লেবু জাতীয় ফসল চাষের জন্য খুবই উপযোগী। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণের জন্য উপজেলা কৃষি অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।