শক্তিমান চাকমাকে হত্যর প্রতিবাদে খাগড়াছড়িতে জেএসএস‘র বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার: রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেএসএস এমএন লারমা গ্রুপের কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমা হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার(৩এপ্রিল) বিকেলে খাগড়াছড়ি সদরের শাপলা চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন) খাগড়াছড়ি জেলা শাখা।
বক্তারা বলেন, ইউপিডিএফ একটি রাষ্ট্রীয় বিরোধী সংগঠন তাদেরকেব নিষিদ্ধ করার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার পথে ইউপিডিএফ মূল বাধা। তারা জেএসএসসহ মুক্তিকামী মানুষের অধিকারকে খর্ব করে পার্বত্য চট্টগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করছে। এর ধারাবাহিকতায় প্রসিত খীসার নির্দেশে একের পর এক হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে। তাদের রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। সমাবেশে জেএসএস খাগড়াছড়ি সদর শাখার সভাপতি কিরণ চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমেদ চাকমা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
উল্লেখ্য বৃহস্পতিবার সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেএসএস এমএন লারমা গ্রুপের কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমা। এঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ প্রসিত গ্রুপকে দায়ী করছে জেএসএস এনএম লারমা সমর্থিতরা।