• February 20, 2025

শহরে যানজট নিরসনে রামগড় পৌরসভার মতবিনিময় সভা

 শহরে যানজট নিরসনে রামগড় পৌরসভার মতবিনিময় সভা

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদাতা:

রামগড় পৌর এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করেছে রামগড় পৌরসভা। বৃহ:বার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসক মমতা আফরিন এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে আলোচনা করেন। এসময় রামগড় বাজারের যানজট নিরসনে সকল যানবাহনের শ্রমিক মালিকসহ বাজার কমিটি, রাজনৈতিক -সামাজিক নেতৃবৃন্দের সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে একমত পোষণ করেন। এতে মটর চালিত রিক্সার সংখ্যা নির্ধারণ করতে এবং বৈধভাবে নাম্বার প্লেইট প্রদানে পৌরসভা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন। এছাড়াও বৈধ টমটম অথবা মটর চালিত রিক্সা শহরে চলাচলে নিয়ম- শৃঙ্খলা মেনে চলার গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভার আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া , উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজার কমিটির প্রতিনিধি ইলিয়াস হোসেন, রামগড় প্রেস ক্লাব সভাপতি নিজাম উদ্দিন লাভলু, রামগড় বাজার কমিটি, ইজিবাইক সমিতি, সিএনজি সমিতি ও বাস কাউন্টার-মালিক সমিতি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক গন প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply