শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচন আয়োজনের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

২১ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সাত্তারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের চেঙ্গী স্কোয়ার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বর ঘুরে শাপলা চত্বরের মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম হলো ছাত্র সংসদ নির্বাচন। দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন স্থগিত থাকায় শিক্ষার্থীদের অধিকার খর্ব হচ্ছে। অবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি জেলা সভাপতি আব্দুস সাত্তার,সেক্রেটারি মো. ইউসুফ,শিবিরের সদস্য নিজাম উদ্দিন, মোহাম্মদ বিন কাসিম। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে শাকসু নির্বাচন আয়োজন করা না হলে ছাত্রশিবির কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে। সমাবেশ চলাকালে শাকসু নির্বাচন অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।