শান্তি-সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণভাবে হবে শারদীয় দুর্গোৎসব-ব্রিগেডিয়ার জেনারেল শরীফ
খাগড়াছড়ি প্রতিানিধি: পার্বত্য চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিটি মন্দিরে শান্তি-সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণের মধ্য দিয়ে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন করবে জানিয়ে ২০৩ প্রদাতিক ব্রিগেড খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বলেছেন, আসুন আমরা সকলে মনের দৃষ্টিভঙ্গি পাল্টায়। সবায় মনের চোখ খোলা রাখলে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই ভালো থাকবো আর এতে করেই পাহাড়ে শান্তি ফিরে আসবে। তখন আর আইন-শৃঙ্খলা বাহিনী আর নিরাপত্তা বাহিনীর দরকার হবে না। সকলেই সকলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। পার্বত্যাঞ্চলে সকলে নিশ্চিন্তে যে যার ধর্মীয় উৎসব উদযাপন করুণ, সার্বিক নিরাপত্তায় অন্যান্যদের পাশাপাশি সেনাবাহিনী সবসময় আপনাদের সাথে আছে।
৯ অক্টোবর বুধবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও খাগড়াছড়ির প্রাচীনতম শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে সকল সম্প্রদায়ের চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা সভাপতি সুজিত দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষে অতিথি ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ মেজর মো. জাবির সোবহান মিয়াদ, সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক নির্মল কান্তি দাশ, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ন মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব প্রমূখ।
চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল ও খাগড়াছড়ি চক্ষু হাসপাতালের সার্বিক তত্বাবধানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও দরিদ্র চক্ষু রোগীদের জন্য চশমা বিতরণ করা হয়। এছাড়াও খাগড়াছড়ির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ও সেনা রিজিয়নের পক্ষ থেকে শারদীয় উপহার তুলে দেন, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।