শিক্ষার্থীদের সফলতার হার বাড়াতে খাগড়াছড়ির ইমরুলের ব্যতিক্রমী উদ্যোগ
স্টাফ রিপোর্টার: চাকরী ক্ষেত্রে বিশেষ করে বিসিএস ও অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম কেন্দ্রীক শিক্ষা প্রতিষ্ঠান গুলো থেকে সফলতার হার ক্রমশ কমে যাচ্ছে ৷ এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের মোটিভেশন ও ক্যারিয়ার কাউন্সিল নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামের অন্য প্রতিষ্ঠান থেকে পাশ করা যারা সরকারের বিভিন্ন উচ্চপদস্থ পদে কর্মরত আছেন এমন সাবেক কয়েকজন ছাত্রদের নিয়ে গতকাল ২৪ আগস্ট, বিকাল ৫ টাউ ষোলশহর, ২ নং গেইটে এলজিইডি(LGED) ভবনের হলরুম ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয়৷ আয়োজনের উদ্যোক্তা ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনারী) খাগড়াছড়ি পার্বত্য জেলার কৃতি সন্তান মো: ইমরুল হাসান ৷
এই আয়োজনের সামগ্রিক সহায়তা করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম ভুঁইয়া ৷ এতে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ার মালেক মজুমদার, সহকারী অধ্যাপক, ২২ তম বিসিএস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম কলেজ, মো: শাহ নেওয়াজ চৌধুরী, ২৬ তম বিসিএস,পরিচালক, সমবায় ট্রেনিং সেন্টার,ফেনী, মোহাম্মদ আলী, প্রভাষক,বাংলা বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রকাশ দেবনাথ, জেলা তথ্য অফিসার,বান্দরবান জেলা, ৩৬ তম বিসিএস, মেহেদী হাসান শাকিল, সহকারী কর কমিশনার, চট্টগ্রাম, ৩৬ তম বিসিএস, মিজানুর রহমান, ইসলামের ইতিহাস, প্রভাষক, পটিয়া সরকারী কলেজ, ৩৬ তম বিসিএস এবং মমিনুল হক, সহকারী জাজ। হাবিবা আক্তার ইমু লোকপ্রশাসন বিভাগ,চবি এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন ৷ প্রথমে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয় ৷ অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করা হয় ৷ সকল বক্তাই জাতি গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ৷ কিভাবে বাঁধাসমূহ কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে তার গল্প শোনান ৷
উল্লেখ্য এএসপি ইমরুল হাসান ৬৯ তম বুনিয়াদী প্রশিক্ষণের অংশ হিসাবে ২১ দিনের জন্য চট্টগ্রাম জেলায় সংযুক্তিতে এসেছেন ৷ এমন উদ্যোগ তরুণদের মন ছুঁয়ে যায় ৷ তারা দেশ সেবার প্রতিজ্ঞা করেন ৷ পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া সমাপনি বক্তব্য রেখে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন ৷