শিক্ষা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে সরস্বতী পূজা: খাগড়াছড়িতে বাণী অর্চণা উদযাপন”

শেয়ার করুন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি: খাগড়াছড়িতে নানান আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শ্রীশ্রী বাণী অর্চণা উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর থেকে দিনব্যাপী খাগড়াছড়ি জেলা সদর উপজেলার বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ, নারায়নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ অর্চণা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা সদরের বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শ্রীশ্রী বাণী অর্চণা উদযাপন কমিটির সভাপতি ধর্মেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে ধনেশ্বর ত্রিপুরা বলেন, “শ্রীশ্রী সরস্বতী দেবী জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ও সৃজনশীলতার প্রতীক। তাঁর আরাধনার মধ্য দিয়ে মানুষ আলোর পথে এগিয়ে যাওয়ার প্রেরণা পায়। সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই, আর সরস্বতী পূজা আমাদের শিক্ষানুরাগী করে তোলে, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।” তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলে শিক্ষার প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইবোনছড়া ইউনিয়নের সদস্য পূর্ণ ভূষণ ত্রিপুরা ও খুকি বালা ত্রিপুরা। এছাড়া উপস্থিত ছিলেন অঞ্জন মোহন ত্রিপুরা, শ্যামল কান্তি ত্রিপুরা, সমাজসেবক মিহির কান্তি ত্রিপুরা, বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গহেন্দ্র ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিদ্যাময় ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী আয়োজনে পূজা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে।