শীতার্তদের পাশে পহর লাইব্রেরি

শেয়ার করুন

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রাজেন্দ্র কার্বারী পাড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক সংগঠন পহর লাইব্রেরির উদ্যোগে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শুক্রবার দুপুরে অনুষ্ঠিত এ কার্যক্রমে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুর্গম পাহাড়ি অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় স্থানীয় শীতার্ত ও অসহায় পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
পহর লাইব্রেরির সভাপতি খনেশ্বর ত্রিপুরা (রিচার্ড) বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শীত মৌসুমসহ বিভিন্ন সময়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে পহর লাইব্রেরির বাৎসরিক বনভোজন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পহর লাইব্রেরির সভাপতি খনেশ্বর ত্রিপুরা (রিচার্ড)। আলোচনা সভায় বক্তব্য রাখেন গুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশাধন ত্রিপুরা, পাবলাখালী মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর ত্রিপুরা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো: আল আমিনসহ অন্যান্যরা। স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, শীত মৌসুমে এ ধরনের সহায়তা দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও সহায়ক।