শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
দীঘিনালা প্রতিনিধি:-
পার্বত্য অঞ্চলের শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে শীতের কষ্ট বাড়তে থাকে অসহায় সাধারণ মানুষের। এই শীতে যেন অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর কেউই কষ্টে না থাকে সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে এই মানবিক সহায়তা হিসেবে শীতবস্ত্র (কম্বল) ও শীতের পোশাক বিতরণ করা হয়।
শনিবার সকালে উপজেলার জোড়াব্রীজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে শীতবস্ত্র ও শীতের পোশাক বিতরণ করেন দীঘিনালা সেনা জোনের ভারপ্রাপ্ত উপ- অধিনায়ক মেজর মোঃ সিয়াম হাসান, পিএসসি ।
এই সময় উপস্থিত ছিলেন, কবাখালী ইউনিয়নের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান), প্যালেন চেয়ারম্যান বিপুরিতা চাকমা প্রমুখ।
এই সময় দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অসহায় প্রান্তিক মানুষের জন্য কাজ করছে, এমন মানবিক কাজ চলমান থাকবে বলে জানান তিনি ।
এর আগেও বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার পিছিয়ে পড়া বিভিন্ন দূর্গম এলাকার প্রায় ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র ও যুব সমাজের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।