মানিকছড়িতে শেষ মুহুর্তের নৌকার নির্বাচনী প্রচারণা
মানিকছড়ি প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্তিমুহূর্ত্বে ২৯৮ নং খাগড়াছড়ি আসনের মানিকছড়িতে বৃহস্পতিবার বিকালে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন শেষ নির্বাচনী শোডাউন বের করেছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি,সম্পাদকসহ শীর্ষ নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্টিত নির্বাচনী প্রচারণার শেষ শোডাউনে আওয়ামীলগি.যুবলীগ,ছাত্রলীগ এর পাশাপাশি সদ্য দলে যোগদানকৃত নেতারাও যোগ দিয়েছেন। ফলে বৃহস্পতিবার বিকাল ৩টায় দলীয় অফিসের সামনে থেকে শুরু হওয়া শোডাউনটি মানিকছড়ি ঘুরে এসে আবার দলীয় অফিসের সামনে গিয়ে বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
এতে আওয়ামীগের সভাপতি মো. জয়নাল আবেদীন,সম্পাদক মো. মাঈন উদ্দীন, সদর ইউপি আওয়ামীলীগ সভাপতি মো.আকতার হোসেন ভূইঁয়া,সামাউন ফরাজী সামু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.সফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম মোহন, জেলা আওয়ামীলীগ নেতা এম.এ. রাজ্জাক. এম.এ.জব্বার, মো.আবুল কালাম, ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর হোসেন, সম্পাদক মো. মোস্তফা কামাল,ছাত্রলীগ নেতা মো.সাইফুল ইসলাম ছাড়াও সদ্য যোগদানকৃত নেতা এস.এম.রবিউল ফারুক, এম.এ. কাদের,এস.এম.আলমগীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।