শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকী উপলক্ষে মানিকছড়িতে মাতৃসম্মেলন ও ধর্মসভা।।

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: যুগ-পুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে প্রতিষ্ঠিত সৎসঙ্গ বিহারে জন্ম মহোৎসব, মাতৃসম্মেলন ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে তুষার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন ও ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন। এতে প্রধান আলোচক ছিলেন শ্রীশ্রী ঠাকুরের বার্তাবাহী কর্মী রাম কৃষ্ণ ভট্টাচার্য্য।
অনুষ্ঠানের প্রথমার্ধে কুমারী অনুকা গুহের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘আদর্শ জাতি গঠনে নারীর ভূমিকা’ শীর্ষক মাতৃসম্মেলনে বক্তব্য রাখেন টিউলিপ সেন, রত্না চক্রবর্তী ও পম্পী পাল।
পরে ডা. টিটু শীলের সঞ্চালনায় শ্রী শ্রী ঠাকুরের দিব্যজীবন ও বানী সম্পর্কিত ধর্মসভায় বক্তব্য রাখেন শ্রীশ্রী ঠাকুরের বার্তাবাহী কর্মী বাংলাদেশ সৎসঙ্গের সহ-সভাপতি অধ্যপক প্রদীপ কুমার দেব, সহ-সম্পাদক সুভ্রত আদিত্য, ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইনজীবি উত্তম কুমার মহাজন, সনাতন সমাজ কল্যান পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেন, সনাতন নেতা রুপেন পাল, বাদল কান্তি সেন, ডা. অমর দত্ত ও সৎসঙ্গের সাধারণ সম্পাদক ডা. উল্লাস প্রমূখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে ভোর ৬ টায় প্রাতঃ কালীন বিনতি, তৎপর অর্ঘ্যাঞ্জলীসহ প্রনাম নিবেদন, শ্রীশ্রী ঠাকুরের অমিয়গ্রন্থাদি পাঠ, শ্রীমদ্ভগবগীতা পাঠ, নাম সংকীর্ত্তন, সুরাঞ্জালীসহ বিশেষ অনুষ্ঠান বিশ্বকল্যাণে সমবেত প্রার্থনা করা হয়। দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ, ঠুকুরের লীলা কীর্তন ও সন্ধ্যাকালীন বিনতির মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।